মাদ্রাসায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

নিউজ ডেস্কঃ পাবনা সদর থানার আতাইকুলা সড়াডাঙ্গী ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসা। এই মাদ্রাসায় আনুমানিক হাজার এর অধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। সেই সাথে মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষিকা ৩০ জন এর মতো। পড়াশোনার দিক দিয়ে খুব ভাল অবস্থানে রয়েছে মাদ্রাসাটি। তবে এই মাদ্রাসায় যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের প্রানহাণীর ঘটনা।সরেজমিনে মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে দেখা গেছে, ৩৩ হাজার ভোল্টের কারেন্ট এর তার মাদ্রাসার উপর দিয়ে টানানো হয়েছে। এই তারের নিচ দিয়ে শিক্ষক ছাত্ররা এক কক্ষ থেকে অন্য কক্ষে যাতায়াত ও খেলাধুলা করে। ৩৩ হাজার ভল্টের তারের নিচ দিয়ে যাতায়াত এর সময় ভো ভো শব্দ হয়। এই ভো ভো শব্দে ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান, যে কোন মুহুর্তে বৃষ্টি-বাদল আসলে এই ৩৩ হাজার ভোল্টের কারেন্ট দুর থেকে আকর্ষন করতে পারে।এ ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল অতি দুঃখের সাথে বলেন, আমরা ৩৩ হাজার ভোল্টের খাঁচা খাম্বাটি সরানোর জন্য বিদ্যুৎ বিভাগের কাছে চিঠি দিয়েছি কিন্তু তারা কোন কর্নপাত করছে না। এই মাদ্রাসায় বিদ্যুৎ স্পর্শ হয়ে যদি ছাত্র-ছাত্রীর মৃত্যু হয় এর জন্য দায়ী কে থাকবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি ক্ষতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।