শশুরবাড়ি থেকে জামাইর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে শ্বশুর বাড়ি থেকে মোঃ অলিউল্লাহ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী তাঁতেরকাঠি আঃ আলী মোল্লা বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত অলিউল্লাহ উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামের গোঞ্জর আলী হাওলাদার বাড়ির মোঃ কালাম হাওলাদারের ছেলে। অলিউল্লাহর তামিম নামের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

মৃত অলিউল্লাহর চাচা আনোয়ার হাওলাদার বলেন, ‘অলিউল্লাহ বিএ পাশ করে একটি কোম্পানিতে চাকরি করে আসছিলো, কিছু দিন আগে চাকরি ছেড়ে দিয়ে বাড়ি এসে দিনমজুরের কাজ করতো। এরপর কাজের সন্ধানে মা বাবার সাথে চলে যান ঢাকায়।

ঈদের আগের দিন শ্বশুর বাড়ি বেড়াতে যান অলিউল্লাহ, আজ সকাল সাড়ে ৮ দিকে আমাদের মোবাইল ফোনে বিষয়টি জানানো হয় এবং সাথে সাথে আমরা অলিউল্লাহর শ্বশুর বাড়ি গিয়ে গামছা দিয়ে সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই, তারা এসে অলিউল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মৃত অলিউল্লাহর শশুর ইসমাইল মোল্লা ও শাশুরি শাহিদা বেগম বলেন, ‘আমরা জামাইসহ সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এর পর কি হয়েছে আমরা কিছুই জানিনা। সাকালে ঘুম থেকে উঠে জামাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।

মৃত অলিউল্লাহর স্ত্রী রাবেয়া বেগম (২৬) অজ্ঞান থাকায় এ বিষয়ে কিছুই জানা যায়নি।

মৃত অলিউল্লাহর মা বাবা বর্তমানে ঢাকায় আছেন, তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।