শশুরবাড়ি থেকে জামাইর ঝুলন্ত লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩ অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে শ্বশুর বাড়ি থেকে মোঃ অলিউল্লাহ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী তাঁতেরকাঠি আঃ আলী মোল্লা বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত অলিউল্লাহ উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামের গোঞ্জর আলী হাওলাদার বাড়ির মোঃ কালাম হাওলাদারের ছেলে। অলিউল্লাহর তামিম নামের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মৃত অলিউল্লাহর চাচা আনোয়ার হাওলাদার বলেন, ‘অলিউল্লাহ বিএ পাশ করে একটি কোম্পানিতে চাকরি করে আসছিলো, কিছু দিন আগে চাকরি ছেড়ে দিয়ে বাড়ি এসে দিনমজুরের কাজ করতো। এরপর কাজের সন্ধানে মা বাবার সাথে চলে যান ঢাকায়। ঈদের আগের দিন শ্বশুর বাড়ি বেড়াতে যান অলিউল্লাহ, আজ সকাল সাড়ে ৮ দিকে আমাদের মোবাইল ফোনে বিষয়টি জানানো হয় এবং সাথে সাথে আমরা অলিউল্লাহর শ্বশুর বাড়ি গিয়ে গামছা দিয়ে সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই, তারা এসে অলিউল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মৃত অলিউল্লাহর শশুর ইসমাইল মোল্লা ও শাশুরি শাহিদা বেগম বলেন, ‘আমরা জামাইসহ সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এর পর কি হয়েছে আমরা কিছুই জানিনা। সাকালে ঘুম থেকে উঠে জামাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। মৃত অলিউল্লাহর স্ত্রী রাবেয়া বেগম (২৬) অজ্ঞান থাকায় এ বিষয়ে কিছুই জানা যায়নি। মৃত অলিউল্লাহর মা বাবা বর্তমানে ঢাকায় আছেন, তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি । বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: বরিশালে ডাষ্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার পুকুর থেকে অন্ধ বৃদ্ধের লাশ উদ্ধার মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার বরিশালে নব্য জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার আগৈলঝাড়ায় অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার ৮০ বছরের বৃদ্ধার করোনা জয় বরিশালে সাংবাদিক কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ সন্তানদের জন্য একটু মাথা গোঁজার ঠাঁই চান অভাগী হাসিনা অস্ত্র-গোলাবারুদসহ দুই জলদস্যু আটক ৯৯৯-এ ফোনকলে বন্ধ হলো বাল্যবিয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন জালু মিয়া SHARES Matched Content দেশের খবর বিষয়: জামাইরঝুলন্তলাশ উদ্ধারশশুরবাড়ি