পুকুর থেকে অন্ধ বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার চরফ্যাশনের পৌরসভার ৬নং ওয়ার্ডের শামস উদ্দিন মাস্টারের পুকুরের পানিতে ডুবে মোঃ নুরুজ্জামান (৯৫) নামে এক অন্ধ বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ৩ টার দিকে চরফ্যাশন- শশীভূষণ মহা সড়কের কুতুবগঞ্জ তিন রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। মৃত নুরুজ্জামান চরমাদ্রাজ ইউনিয়নের উত্তর নাজিমউদ্দিন গ্রামের বাসিন্দা মৃত সোনা মিয়া ফরাজির ছেলে। তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, প্রতিদিনের মত অন্ধ নুরুজ্জামান খাবার ও টাকার সন্ধানে চরফ্যাশনে আসে। দুপুরের কোন এক সময় চরফ্যাশন পৌরসভার ৬নং ওয়ার্ডের শামসুদ্দিন মাস্টারের পুকুরে পড়ে অন্ধ ওই বৃদ্ধ ডুবে যায়। পরে দুপুর ৩ টার দিকে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে।

কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধ নুরুজ্জামানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।