বরিশালে ডাষ্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : নগরীর বান্দ রোড বিআইডব্লিউটিএ’র মূল গেটের সামনের ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে বাজারের ব্যাগ ভর্তি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার এএসআই সবুজ জানান, ডাস্টবিনে বাজারের ব্যাগ ভর্তি অবস্থায় নবজাতকের লাশটি দেখে কেউ খুলতে সাহস পায়নি। খবরপেয়ে পুলিশ ব্যাগের ভিতর থেকে সাত থেকে আট মাস বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেন। তবে কিভাবে লাশটি এখানে এসেছে তার বিস্তারিত জানা যায়নি।