গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মে ৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক ; ৬ বারের মতো বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন।

সোমবার এপ্রিল মাসের মাসিক অপরাধ ও কল্যান সভায় সামগ্রিক বিবেচনার ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মো. আফজাল হোসেনকে নির্বাচিত করেন জেলা পুলিশ। পরে তাঁর হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেয় জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন (পিপিএম)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, গৌরনদী মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে এ পূর্বেও ৫ বার মো. আফজাল হোসেন শ্রেষ্ঠত অর্জন করেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুনরায় নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।