তালায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক ; সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হল না দুই সহদরের। শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে তালার হাজরাপাড়া নামকস্থানে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেল সরাসরি আঘাত করলে ঘটনাস্থলে দুই ভাই ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) মারাত্বক আহত হয়। তারা তালার মাগুরা গ্রামের আসাদ মোড়লের ছেলে। এ সময় আহত হয় একই গ্রামের মিঠু গাজীর ছেলে সুজন গাজী (২৫)। আহত মিঠু বাড়িতে চিকিৎসাধীন আছে। আহত মিঠু গাজী জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে পাটকেলঘাটা এলাকা হতে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যায়। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়ার পথিমধ্যে রিফাত মারা যায়। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই ভাইয়ের লাশ শনিবার সকালে বাড়িতে পৌছেছে। মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, মৃত্যুর বিষয়টি আমাদেরকে এখনো কেউ অবহিত করেনি। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, বিষয়টি তিনি শুনেছেন।তবে ঘটনাস্থল পাটকেলঘাটা থানার আওতায়। Share this:FacebookX Related posts: কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু সড়ক দুর্ঘটনায় নিহত ৩ খুলনা বটিয়াঘাটায় সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী মতবিনিময় যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার শহীদ মিনার নেই যশোরের ৬৫০ শিক্ষা প্রতিষ্ঠানে খুলনা জেলা রেডক্রিসেন্টের পক্ষ থেকে জেলা প্রশাসনকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান বাগেরহাটে শেখ হেলাল উদ্দীনের উদ্যোগে চালু হলো ‘ডক্টরস সেফটি চেম্বার’ খুলনায় দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী ও তার স্ত্রী কারাগারে বাগেরহাটের সুন্দরবনে আজ থেকে শুরু হচ্ছে মধু আহরণ মাছের খাবারের সঙ্গে রং মিশিয়ে গুড়া মসলা তৈরি SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: তালায়দুই ভাই নিহতসড়ক দুর্ঘটনায়