যুক্তরাষ্ট্রে নয়, মা–বাবার সঙ্গে গ্রামে ঈদ করলেন সাকিব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক ; সুযোগ থাকা সত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে না গিয়ে মাগুরায় নিজের গ্রামের বাড়ীতে বাবা-মায়ের সঙ্গে ঈদ করলেন বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি শনিবার সকালে মায়ের হাতের রান্না করা পায়েস খেয়ে বাবার সঙ্গে ঈদগাহে যান নামাজ আদায় করতে। জানা যায়, দীর্ঘদিন পর এবার মাগুরায় ঈদ করলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি এবার আইিসিসির মাস সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন। সবশেষ ২০১৭ সালে নিজ শহরে ঈদ করেছিলেন সাকিব। নানা কারণে আইপিএলে না যাওয়ায় ও ছুটি থাকার কারণে এবার মা–বাবার সঙ্গে ঈদ করছেন সাকিব আল হাসান। ঈদ শনিবার হলেও তিনি গত বৃহস্পতিবার বিকেলে তিনি মাগুরায় আসেন। বাড়ীতে থাকার সময় তিনি আত্মীয়-স্বজন ও এলাকার বন্ধুদের সঙ্গে সময় কাটান এবং কুশুল বিনিময় করেন। পারিবারিক সূত্রে জানা গেছে ঈদ শেষে তিনি যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে যাবেন বলে । মাগুরায় আজ শনিবার নোমানী ময়দানে সকাল ৯টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় মসজিদের হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান। ঈদের নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়। নামাজে অংশ নেন বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হাদয়ারসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নামাজ আদায় করেন। এ সময় সাকিবের সঙ্গে তাঁর বাবা মাশরুর রেজা কুটিল ও ফুফাতো ভাই রাব্বি আমিন নামাজ আদায় করেন। নামাজ শেষে সাকিব জেলা প্রশাসকসহ উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তবে সাকিব আল হাসানের উপস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাকিব আল হাসান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। Share this:FacebookX Related posts: আমিও চেয়েছিলাম বার্সা ছেড়ে চলে যাক মেসি : সাকিব হাসপাতালে সাকিব ৩ কোটি বিশ লাখে কলকাতায় সাকিব দর্শক উচ্ছৃঙ্খলায় বাফুফেকে ফিফার জরিমানা বিপিএল মাতাতে গেইল এখন ঢাকায় টাইগারদের ওয়ানডে দলে ব্যাপক রদবদল, দুই নতুন মুখ শ্রীলঙ্কা সফরে সাকিবকে চান পাপন উইলিয়ামসন আমাদের ব্যাংকার : ওয়ার্নার রিয়াদের পর করোনাক্রান্ত মুমিনুল হক চার উইকেটরক্ষকের মধ্যে দুজনকে বেছে নিলেন সৌরভ অভিষেকেই মাহমুদের বাজিমাত উইন্ডিজের সামনে ২৯৮ রানের বিশাল লক্ষ্য SHARES Matched Content খেলাধুলা বিষয়: : সাকিবঈদ করলেনগ্রামেমা–বাবার সঙ্গেযুক্তরাষ্ট্রে নয়