মোটরসাইকেলের বেপরোয়া গতি, দুই যুবক নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩ অনলাইন ডেস্ক ; শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন চালকসহ দুই ব্যক্তি। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। ১৭ এপ্রিল সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শহরের নয়ানিকান্দা পৌর গরুহাটি এলাকার নকলা-নাকুগাঁও মহাসড়কে স্তুপ আকারে রেখে দেওয়া বিদ্যুত বিভাগের খুঁটির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নকলা উপজেলার দামনা গ্রামের মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম (৩৬) ও নালিতাবাড়ী উপজেলার তন্তর গ্রামের মোটরসাইকেল আরোহী আব্দুর রশিদ (৩৫)। অপর আহত আরোহী হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের শহিদুল ইসলাম (২৮)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নকলা থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের চালক সাইফুল ইসলাম দুই আরোহী নিয়ে দ্রুতগতিতে নালিতাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নালিতাবাড়ী শহরের অদূরে নয়ানিকান্দা পৌর গরুহাটি এলাকায় এলে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় নকলা-নাকুগাঁও মহাসড়কের একপাশজুড়ে রাখা বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত একটি প্রকল্পের খুঁটির সাথে ধাক্কা লেগে চালকসহ অপর দুই আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই চালক সাইফুল ইসলাম ও আরোহী আব্দুর রশিদ মারা যান। গুরুতর আহত হন অপর আরোহী শহিদুল ইসলাম। এসময় প্রত্যক্ষদর্শীরা হতাহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী সুশান্ত পাল জানান, ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি প্রকল্পের অধীনে কনস্ট্রাকশন কোম্পানীর রেখে দেওয়া বৈদ্যুতিক খুঁটিগুলো অনেক আগে থেকেই রেখে দেওয়া হয়েছে। তবে সেখানে কোন দুর্ঘটনা ঘটেছে কি না জানতে পারিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক সাদিয়া আফরিন সেবা জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত অপরজনকে ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত ময়মনসিংহে গাঁজাসহ আটক-৪ ধোবাউড়ায় কদর নেই প্রথম নির্মিত শহীদ মিনারের ধোবাউড়ায় ভাষা শহীদদের স্বরণে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সামগ্রী বিতরণ গৌরীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১১ গৌরীপুরে প্রতিমন্ত্রীর আগমনের খবরে রাতভর সেতু’র দু’পাশে মাটি ভরাট গৌরীপুরে পুলিশী টহল জোরদার গৌরীপুরে লক্ষন ছাড়াই পজেটিভ পরদিন নমুনা পরীক্ষায় আবার নেগেটিভ হালুয়াঘাটে শিশুসহ একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৮ হালুয়াঘাটে সামাজিক উদ্যোগে ৫শত কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত ভালুকায় মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দেবর SHARES Matched Content দেশের খবর বিষয়: দুই যুবক নিহতবেপরোয়া গতিমোটরসাইকেলের