ভেজাল সার-বীজ নিষিদ্ধ করতে কৃষকদের স্মারকলিপি প্রদান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে নকল কীটনাশক, ভেজাল সার ও বীজ নিষিদ্ধকরণসহ নয় দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ‘কৃষক উন্নয়ন ফোরাম’ নালিতাবাড়ীর পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। জানা গেছে, উপজেলায় বিভিন্ন কীটনাশকের দোকানে নকল কীটনাশক, ভেজাল সার ও বীজ বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনই উৎপাদনও ব্যাহত হচ্ছে। তাই নকল কীটনাশক, ভেজাল সার ও বীজ নিষিদ্ধকরণসহ নয় দফা দাবিতে তারা এই স্মারকলিপি প্রদান করেছেন। অন্যান্য দাবিসমূহ হচ্ছে- লাইসেন্স ব্যতীত কীটনাশক, সার ও বীজ বিক্রি নিষিদ্ধ করা; উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তার ব্যবস্থাপত্র ছাড়া কীটনাশক বিক্রয় নিষিদ্ধ করা; মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি নিষিদ্ধ করা; নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার ও বীজ বিক্রি বন্ধ করা; সার ও বীজ বিক্রেতাদের মনিটরিংয়ের আওতায় আনা; মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের কাজের গতি ত্বরান্বিত করা এবং ৩৭ দশমিক ৩২ কেজিতে প্রতি মণ শস্য বিক্রয় নিশ্চিত করা। সে সময় উপস্থিত ছিলেন ‘কৃষক উন্নয়ন ফোরাম’ নালিতাবাড়ীর সভাপতি মাহমুদুল আহসান লিটন, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মামুন, কৃষি সম্পাদক আবুল হাসনাত সম্রাট, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সামেদুল ইসলামসহ উপজেলার প্রায় অর্ধশতাধিক কৃষক। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে সনাতন ধর্মালম্বীদের প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান ভূমিদস্যুদের হাত থেকে স্কুলের জমি উদ্ধারের জন্য গৌরীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরীপুরে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি: ব্যবসায়ীদেরকে জরিমানা ধোবাউড়ায় করোনা ভাইরাস নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা গৌরীপুরে ফিরে আসা প্রবাসীরা মানছেন না হোম কোয়ারেন্টাইন ধোবাউড়ায় খালের উপর ব্রীজ মেরামতের দাবী, ১০ গ্রামবাসীর গৌরীপুরে হতদরিদ্র ভ্যান চালকের ছেলে সামছুল পেয়েছে গোল্ডেন জিপিএ-৫ গৌরীপুরে করোনায় মৃত্যুবরণকারী হিন্দু ব্যাক্তির সৎকারের দায়িত্ব নিবেন সাংবাদিক গৌরীপুরে ভগ্নিপতি’র বাড়িতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ পূর্বধলায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা পানিহাতায় ভারতীয় বন্যা হাতির আক্রমনে আদিবাসী যুবক নিহত হালুয়াঘাটে প্রতারক চক্রের দুই সদস্য আটক SHARES Matched Content দেশের খবর বিষয়: কৃষকদেরভেজাল সার-বীজ নিষিদ্ধ করতেস্মারকলিপি প্রদান