গৌরীপুরে ভগ্নিপতি’র বাড়িতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের ইছুলিয়া গ্রামে ভগ্নিপতি’র বাড়িতে বেড়াতে গিয়ে যুবতী শ্যালিকা প্রতিবেশী যুবকের ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষনের শিকার যুবতী বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান। তিনি জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলেছে।

ভিকটিম জানায়, তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকায়। গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের ইছুলিয়া গ্রামে তার বড়বোনের বিয়ে হয়। একাধিকবার ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে একই গ্রামের মোঃ গুঞ্জর আলীর ছেলে মোঃ সাব্বির মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত ২৬ মে তারিখে/২০২০ মুঠোফোনে একাধিকবার কথা বলে সাব্বির মিয়া তাকে গৌরীপুরে আসার অনুরোধ জানায়। তার অনুরোধে ভগ্নিপতি’র বাড়িতে বেড়াতে আসি আমি। এরপর (২৭মে) তারিখে মোবাইলে জরুরী কথা আছে বলে রাত ৯টায় দিকে যুবতীতে ডেকে সকলের অন্তরালে নিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষণ করে সাব্বির মিয়া। এরপর থেকে যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আরো একাধিকবার ধর্ষণ করে সে।

এ ঘটনায় গৌরীপুর থানায় (৯ জুন) রাতে মামলা নেয় পুলিশ। বৃহস্পতিবার (১১জুন) ভিকটিমকে জবানবন্দির জন্য বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।