হালুয়াঘাটে মিথ্যা মামলা দিয়ে অসহায় পরিবারকে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে মিথ্যা মামলা দিয়ে অসহায় এক পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মনিকুড়া গ্রামের মৃত আব্দুল সুবহানের পুত্র আয়নাল হক দ্বারে দ্বারে ঘুরেও ন্যায় বিচার পাচ্ছেন না। মিথ্যা মামলা দিয়ে তার পাঁচ পুত্র সন্তানকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদের পায়তায় লিপ্ত রয়েছেন তার আপন ভাই আবু বক্কার সিদ্দিক।

মামলা সূত্রে জানা যায়, মনিকুড়া গ্রামের মৃত আব্দুল সুবহানের পুত্র আবু বক্কার সিদ্দিক গত বছরের ২২ আগষ্ট বসত ঘরে অনাধিকার প্রবেশ করে আটক, হত্যার চেষ্টাসহ চুরির অভিযোগে হালুয়াঘাট থানায় আয়নাল হকসহ তার পাঁচ পুত্রকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২১।

সরেজমিনে দেখা যায়, মনিকুড়া গ্রামে মামলায় উল্লেখিত ঘটনার স্থানে কোন বসত ঘর ছিলনা। দীর্ঘদিন যাবত উক্ত জায়গায় একটি সেমিপাকা গরুর গোয়াল ঘর ছিল, যা বর্তমানেও রয়েছে। স্থানীয়রা জানায় উক্ত গোয়াল ঘরটি আয়নাল হকের। আবু বক্কার সিদ্দিক এখানে বসবাস করেন না। তিনি দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মাঝিয়াইল গ্রামে বসবাস করেন। ভাই ভাতিজাদেরকে হয়রানি করার উদ্যেশ্যে মিথ্যা মামলা দায়ের করেন।

ভুক্তভোগী আয়নাল হক বলেন, তার আপন ভাই সিদ্দিক মনিকুড়া গ্রামের বাসিন্দাও নন। তিনি জন্মের পর থেকেই সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মাঝিয়াইল গ্রামে বসবাস করেন। একটি কুচক্রী মহল তার ভাইকে দিয়ে অর্থের বিনিময়ে মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি মিথ্যা মামলা থেকে পরিত্রাণ চান।

এ বিষয়ে মামলার অভিযোগ পত্রে প্রদানকৃত আবু বক্কার সিদ্দিক এর মোবাইল নাম্বার টিতে ফোন করে তার বক্তব্য নেওয়ার চেষ্টাকালে মোবাইলের অপর প্রান্ত থেকে বলা হয় এইটি আবু বক্কার সিদ্দিকের নাম্বার নয়। এইটি রং নাম্বার।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরির্দশক মো.আতোয়ার রহমান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে উর্দ্বতন কর্তৃপক্ষকে অবগত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খাঁন বলেন, মামলাটি উপ-পুলিশ পরির্দশক আতোয়ার রহমান তদন্ত করছেন। তদন্ত কর্মকর্তার সাথে কথা বলার জন্য বলেন।