হালুয়াঘাটে এসএসসি পরিক্ষার প্রথম দিনে উপস্থিত ৩০৬৫, অনুপস্থিত ৪২

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২
হালুয়াঘাটে এসএসসি পরিক্ষার প্রথম দিনে উপস্থিত ৩০৬৫ অনুপস্থিত ৪২

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় প্রথম দিনের এসএসসি পরিক্ষায় ৩০৬৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছেন অনুপস্থিত রয়েছেন ৪২ জন। অত্র উপজেলায় সর্বমোট পরিক্ষার্থী ছিলেন ৩১০৭ জন ।

জানা যায়, ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মাদ্রাসা, কারিগরী ও মাধ্যমিক বিদ্যালয় মিলে প্রথম দিনে হালুয়াঘাটে সর্বমোট ৩০৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। পাশাপাশি ৪২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। উপজেলার বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরির্দশন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা।

এবছর হালুয়াঘাটে মোট ৬টি ভেন্যতেু ১০টি কেন্দ্রে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে যথা, হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, ধারা উচ্চ বিদ্যালয় , ধারা ডিগ্রী কলেজ, শাকুয়াই স্কুল এন্ড কলেজ, হালুয়াঘাট মিশন উচ্চ বিদ্যালয়, সেন্ট মেরীজ বালিকা উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট ডিএস আলীম মাদ্রাসা, কুতিকুড়া কুরুয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও শাকুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়র হেসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা মহামারির তিন বছর পর এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদেরকে ত্রিশ মিনিট পুর্বে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে। নকল মুক্তও শান্তিপূর্ণ্য পরিবেশে প্রথম দিনের পরিক্ষা সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ্য পরিবেশে এসএসসি পরিক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।