‘গণতন্ত্র স্থায়ী হয়েছে বলেই উন্নয়নটা সম্ভব হয়েছে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩ অনলাইন ডেস্ক ; বঙ্গবন্ধু হত্যার পর দেশের ইতিহাস বিকৃত করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে বাংলাদেশে গণতন্ত্র স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলেই উন্নয়নটা সম্ভব হয়েছে। দেশের অনেক প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারেনি। মুক্তিযুদ্ধ ও লাখো শহিদের আত্মত্যাগের ইতিহাস বদলানো হয়েছিল। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি। সোমবার জাতীয় সংসদে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আনা ১৪৭ বিধির সাধারণ প্রস্তাব ও অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তারা দেশ ও জাতিকে কী দিতে পেরেছে? কিছুই দিতে পারেনি। নিজেদের ভাগ্য গড়তে পেরেছে। দুর্ভাগ্য হচ্ছে আজকে তাদের কাছে থেকেও আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়। তাদের থেকে আমাদের গণতন্ত্রের শিক্ষা নিতে হয়। এ সময় বিএনপি ও বর্তমান সরকারের আমলে উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে ডিজিটাল-সেবা সেন্টার ছিল ৮টি, আর এখন এক হাজার ১৭৮টি। ওয়ান স্টপ সেন্টার আগে ২টি ছিল, এখন ৮ হাজার ৮২৫টি। বিএনপির আমলে সরকারি ওয়েবসাইট ছিল ৯৮টি। আর আওয়ামী লীগ আমলে ৫১ হাজার ৬৭৮টি। প্রধানমন্ত্রী বলেন, ১৪ বছরে বাংলাদেশে বিরাট পরিবর্তন সম্ভব হয়েছে। এরপরও যদি কেউ উন্নয়ন না দেখে আর সরকার কিছুই করেনি বলে, এর চেয়ে দুঃখজনক আর কিছুই না। তবে যা কিছু করি, তেলা মাথায় তেল দেওয়া নয়। জনগণের জন্য করি। সাধারণ মানুষের জন্য করি, গ্রামের মানুষের জন্য করি। দেশের মানুষ ভালো আছে, এটা সব থেকে বড় কথা। শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগ কী করেছে, আর তার আগে কী ছিল তার কয়েকটি হিসাব তুলে ধরতে চাই। আমি বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে, ১৪ বছর একটানা ক্ষমতায় আছি বলেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। হ্যাঁ, ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে মূল্যস্ফীতি বেড়েছে। তারপরও আমাদের উৎপাদন বৃদ্ধি করে, দেশের মানুষের জন্য অতিরিক্ত দামে জিনিস কিনে এনেও আমরা খাদ্য নিরাপত্তা দিয়ে যচ্ছি। নিম্ন আয়, মধ্যম আয় সবার দিকে আমাদের দৃষ্টি আছে। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি— মানুষের ভাগ্য গড়তে। এখন গ্রাম আর শহরের পার্থক্য কমে গেছে। শহরের মাঝখানে আরেকটা শহর গড়ে উঠছে। প্রত্যেকটি গ্রামে আমরা নাগরিক সুবিধা পৌঁছে দিচ্ছি। Share this:FacebookX Related posts: কারিগরি প্রশিক্ষণে আরও বরাদ্দে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ এসএসএফকে ১৮০০ সিসি’র মোটরসাইকেল উপহার দিল হোন্ডা পুলিশের আরও ৯৫ জন করোনায় আক্রান্ত, মোট ১২৮৫ হাসপাতাল শাখায় নতুন পরিচালক পেলো স্বাস্থ্য অধিদপ্তর দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫ কিলোমিটার ৩৫টি ড্রেজার কিনতে ৪৯৮৭ কোটি টাকা আবদার! করোনায় দেশে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৮১৩ আজ ঐতিহাসিক ১০ এপ্রিল অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী চাঁদ দেখা কমিটির বৈঠক কাল আবারও পেছাল খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন শুনানি রেদওয়ানের গুলিবর্ষণ বিএনপির নির্দেশে কি না খতিয়ে দেখা প্রয়োজন: তথ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ‘গণতন্ত্র স্থায়ী হয়েছে বলেইউন্নয়নটা সম্ভব হয়েছে’