হালুয়াঘাটে যায়যায়দিন এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট ঃ ময়মনসিংহের হালুয়াঘাটে যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১২জুন রবিবার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে হালুয়াঘাট প্রতিনিধি জোটন চন্দ্র ঘোষ এর উদ্যোগে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে হালুয়াঘাট প্রতিনিধি’র সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক সায়েম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মিসেস ঝর্ণা ঘোষ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সন্মানিত সদস্য মোঃ হাতেম আলী, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, দুলাল রায়, আনসারুল হক রাসেল, মাজহারুল ইসলাম মিশু, সাইদুর রহমান রাজু, দেওয়ান নাঈম, এমএ খালেক, এমএ মালেক, সমীর সরকার লিটন, গোলাম মোস্তফা, মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।