আরেক মামলায় জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

অনলাইন ডেস্ক ; ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও থানার মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামান।
আত্মসমর্পণের পর রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী মামলার ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন দেন।

জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এহসানুল হক সমাজী, প্রশান্ত কুমার কর্মকার, এম এ জলিল উজ্জল ও মো. বাহাউদ্দিন আল ইমরান।

গত ০৩ এপ্রিল রমনা থানার মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন এ সাংবাদিক।

সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

এর আগে রমনা থানার মামলায় গত ৩০ মার্চ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শামসুজ্জামানকে কারাগারে পাঠান আদালত। সে দিন তার জামিন আবেদন নাকচ করা হয়।

এর আগের দিন ২৯ মার্চ মশিউর মালেক নামে এক আইনজীবী বাদি হয়ে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী এক ক্যামেরাম্যানসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

ওইদিন রাতেই শামসুজ্জামানকে এ মামলায় গ্রেফতার করে রমনা থানা পুলিশ। যদিও এর প্রায় দুই দিন আগে শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে তুলে আনে সিআইডি। জিজ্ঞাসাবাদের পর ২৯ মার্চ মধ্য রাতে তাকে রাজধানীর একটি সড়কে ছেড়ে দেওয়া হয়। এর পর পরই রমনা থানা পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে।

এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান গত ০২ এপ্রিল উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত একটি খবর নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই খবরের একটি উদ্ধৃতি সংযুক্ত করে বানানো ছবি-কার্ডে মহান স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ তোলে সরকার ও সরকার দলীয় লোকজন। ওই সংবাদে ক্ষুব্ধ হয়েই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি করেন আইনজীবী মশিউর মালেক।