পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি হান্নান, সম্পাদক হুমায়ুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব এর দ্বি- বার্ষিক সম্মেলন করে কমিটি গঠন ও লোগো উন্মোচন, উপলক্ষে আলোচনা সভা এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এডভোকেট মোখলেছুর রহমান বাদল কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব এর কার্যালয়ে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব এর উপদেষ্টা ও সাবেক পাকুন্দিয়া পৌর মেয়র এডভোকেট জালাল উদ্দীনের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব এর উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এডভোকেট মোখলেছুর রহমান বাদল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক ( গৃহায়ণ তহবিল) ও পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব এর উপদেষ্টা আজিজুল হক আজিজ। আলোচনা সভার শেষে লোগো উন্মোচন করেন অতিথিবৃন্দ। এসময় আরো বক্তব্য রাখেন পাকুন্দিয়া প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক আবুল খায়ের মোঃ আল হাসনাত, কবি মস্তোফা কামাল প্রমুখ। সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার আজিজুল হক এম এ হান্নান কে সভাপতি ও হুমায়ুন কবির কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটিতে সৈয়দুর রহমান সৈয়দ ও কামরুল হাসান কে সহ-সভাপতি, শাহরিয়ার হৃদয় ও তাসলিমা আক্তার মিতু কে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদ হাসান মুক্তার কে সাংগঠনিক সম্পাদক, আবু হানিফ কে কোষাধ্যক্ষ সুলতান আফজাল আইয়ূবী কে দপ্তর সম্পাদক, মাহবুবুর রহমান রাসেল কে প্রচার সম্পাদক, আবুল হোসেন, মোকারিম হোসেন, আলমগীর হোসেন জনি, ইন্জিনিয়ার আরমান হোসেন, রাকিবুল হাসান কে কার্যকরী সদস্য এবং উম্মে হাবিবা অমি, মোঃ মোরাদ মিয়া, কুদরত আলী রানা, সাইফুল ইসলাম, মোঃ রবিন কে সাংবাদিক সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়। এ সময় উপদেষ্টারা সংবাদ পত্রের গুরুত্ব ও সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব ২০২০ সালের ২০ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল। Share this:FacebookX Related posts: প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান, সম্পাদক মোরাদ সাংবাদিক সুমনের ওপর হামলা, আটক ১ অবজারভারে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন সাংবাদিক আরিফুলের মৃত বাবাকেও সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত না.গঞ্জে ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা প্রকাশ-বিলি বন্ধ ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মৃত্যু গোপালগঞ্জে সাংবাদিকদের মাঝে পিপিই মাক্স বিতরণ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হোসে সম্পাদক শহীদ সাভারে মেয়রপুত্রের কাছে সাংবাদিক লাঞ্ছিত বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ সাংবাদিক পরিচয়ে চাদাঁবাজি, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: পাকুন্দিয়াপ্রেসক্লাবেরসভাপতি হান্নানসম্পাদক হুমায়ুন