সাংবাদিক আমিনুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ২১, ২০২০

অনলাইন ডেস্ক : সাংবাদিক আমিনুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর উত্তরার স্থানীয় সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে উত্তরার আজমপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দৈনিক বাংলাদেশ বুলেটিনের সিটি রিপোর্টার আমিনুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকতা আজ হুমকির সম্মুখীন। পেশাগত দায়িত্ব পালনের সময় যদি এ রকম হামলা হয় তাহলে নিন্দা জানানোর ভাষা থাকে না।

নির্যাতনের শিকার সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, সত্য ঘটনা তুলে ধরা একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীমের ত্রাণ নিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার, দুর্নীতি ও তার ওয়ার্ডে ঘটে যাওয়া অনিয়মগুলো তুলে ধরার কারণে তার নির্দেশে গত ১৯ মে রাতে মাসুদ রানাসহ তার দলবল নিয়ে আমার উপরে হামলা চালায়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদ প্রকাশের জের ধরে গত ১৯ মে (মঙ্গলবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উত্তরার আজমপুরের নবাব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের গেট সংলগ্ন ফার্মেসীর সামনে হামলার শিকার হন দৈনিক বাংলাদেশ বুলেটিনের সাংবাদিক আমিনুল ইসলাম। পরে আহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর উত্তরা পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আমিনুল।