নান্দাইলে ছোট ভাই টাকা না দেয়ায় বড় ভাইকে খুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩ অনলাইন ডেস্ক ; ময়মনসিংহের নান্দাইলে ছোট ভাই টাকা না দেওয়ায় বড় ভাইকে খুন করেছে করা হয়েছে। পাওনা টাকা নিয়ে মারামারির ঘটনায় কফিল উদ্দিন (৫৬) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের লংপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কফিল উদ্দিন মৃত আব্দুল মজিদ ওরফে ফরস আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কফিল উদ্দিনের ছোট ভাই বাচ্চু মিয়া স্থানীয় শান্তিনগর বাজার সংলগ্ন কিছু জমি স্থানীয় আব্দুর রহিমের কাছে বিক্রি করেন।এই বিক্রিতে সহযোগিতা করেন একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে আ. আউয়াল। এই সহযোগিতার জন্য আউয়ালকে ১০ হাজার টাকা দেয়ার কথা ছিল। টাকা দিতে বিলম্ব হওয়ায় দুপুরের দিকে বাচ্চু মিয়াকে মারধর করেন আউয়াল মিয়া। সন্ধ্যায় এই সমস্যা সমাধানের জন্য আউয়াল মিয়াকে স্থানীয় শান্তিনগর বাজারে ডেকে কথা বলেন কফিল উদ্দিন। এ সময় দুজনের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটে। এতে কফিল উদ্দিন গুরুতর আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য অটোরিকশায় তোলার সময়ই তিনি মারা যান। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ২ ধোবাউড়া উপজেলাকে মাদক,সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত করার ঘোষনা হালুয়াঘাটে সৎ পিতা কর্তৃক শিশুপুত্র অপহরণ,মায়ের নিকট মুক্তিপণ দাবি আটক-২ ঝিনাইগাতিতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইম দলের সদস্য গ্রেফতার গফরগাঁওয়ে চেক, ঢেউটিন ও নগদ টাকা বিতরণ ময়মনসিংহে বিদেশী পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার-১ গৌরীপুরের অপ্রতিরোধ্য মাদক সম্রাট কাজল! হালুয়াঘাটে কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না- ওসি মাহমুদুল হাসান গৌরীপুরে ১০ লক্ষ টাকা ব্যায়ে কাঁচা রাস্তা কার্পেটিং করেন ড.সামিউল আলম লিটন গৌরীপুরে শাক-সবজির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে নিন্মবিত্ত-মধ্যবিত্তের নাভিশ্বাস! ঈশ্বরগঞ্জে করোনাকালে স্বাস্থ্যবিধি রক্ষাকল্পে মাঠে প্রশাসন হালুয়াঘাটে বিএনপি নেতা আলহাজ্ব আলী আজগর’র ইন্তেকাল SHARES Matched Content দেশের খবর বিষয়: ছোট ভাইটাকা না দেয়ায়নান্দাইলেবড় ভাইকে খুন