ধোবাউড়া উপজেলাকে মাদক,সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত করার ঘোষনা

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১১ টায় “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”, এই শ্লোগানে ধোবাউড়া থানা পুলিশ ও বাঘবেড় ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ মুন্সিরহাট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

বাঘবেড় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমনের সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন। সমাবেশে বক্তব্য রাখেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা । তিনি তার বক্তব্যে বলেন “সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলাকে যেকোন মূল্যে মাদক, সন্ত্রাস,নারী নির্যাতন ও বাল্য বিবাহ মুক্ত করা হবে”।

এছাড়াও মুন্সিরহাট মুসলিম ইনষ্টিটিশনের প্রধান শিক্ষক হাজী মজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলী মাসুদ খান স্বপন, উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার ইজ্জত আলী, শাহজাহান সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাদেকুর রহমান সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও যুবলীগ নেতা মহব্বত আলী প্রমুখ বক্তব্য রাখেন।