হালুয়াঘাটে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৩ মাছ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
হালুয়াঘাটে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৩ মাছ ব্যবসায়ীকে জরিমানা

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে হালুয়াঘাট উত্তর বাজারস্থ ৩ জন মাছ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ক) ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ জরিমানা আদেশ ধার্য করেন। এ সময় বাজারের উপস্থিত ক্রেতা বিক্রেতাদের নিষিদ্ধ পলিথিন এর কুফল সম্পর্কে সচেতন করা হয়।

আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম ও হালুয়াঘাট থানা পুলিশ।