হালুয়াঘাটে আশ্রয়ণ প্রকল্পের ৮০টি দুস্থ পরিবারে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে করোনাভাইরাস এর প্রাদুর্ভাবজনিত অঘোষিত লকডাউনে গৃহবন্ধী আশ্রয়ণ প্রকল্পের ৮০টি দুস্থ পরিবারের মাঝে গতকাল রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে বাড়ি বাড়ি গিয়ে উপেজলা কৃষি সম্প্রসারণ অফিসার এর উদ্যোগে স্থানীয় কৃষকদের নিকট থেকে সংগ্রীহিত ত্রাণ সামগ্রী বিতরণ করেন সহকারি কমিশনার (ভূমি) তানভির আহমেদ।

জানা যায়, উপজেলার আমতৈল ইউনিয়নের একটি আবাসন প্রকল্পের ৫০টি ও সদর ইউনিয়নের মোজাখালী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবারের মাঝে ১ কেজি আটা, ৫০০ গ্রাম মুসুর ডাল , দেড় কেজি করলা, ২কেজি বেগুন, ২কেজি শসা, ২কেজি মিস্টি আলু, মিস্টি লাউ ১টি, শীত লাউ ১টি, পিয়াজ ৫০০ গ্রাম, মরিচ ২৫০ গ্রাম, ডাটা ১ কেজি, সবান ও মাস্ক বিতরণ করেন। এর পূর্বে আশ্রয়ন ও আবাসন প্রকল্পের প্রত্যেকটি পরিবারকে একটি সাবান, ১০ কেজি করে চাল ও তেল বিতরণ করা হয়।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) তানভির আহমেদ বলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রত্যেক দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছেন। তার ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাতে আশ্রয়ণ ও আবাসন প্রকল্পের ৮০টি দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় কিছু ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।