হালুয়াঘাটে অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উপদেষ্টা কমিটি গঠন

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তরখয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

সমবায় সমিতি বিধিমালা-২০০৪ এর ৪৬(জ) মোতাবেক উপ-আইন ধারা নং ২৬ এর (গ) অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারী উত্তরখয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসন্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

জানা যায়, টানা তৃতীয় বারের মতো আবারো উত্তরখয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান (প্রধান উপদেষ্টা) মনোনীত হয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক ভিপি,হালুয়াঘাট কাম্যাক্ষা মাতার মন্দির কমিটির সাধারণ সম্পাদক, হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু কাঞ্চন কুমার সরকার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হালুয়াঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ মনিরুজ্জামান স্বাধীন, আনিসুজ্জামান আরজু, আব্দুল খালেক, সিরাজ মোল্লা,সাইফুল ইসলাম রুহান,শ্রী বাবু কুমার ঘোষ।