হাতীবান্ধায় ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় দুই শতক জমি নিয়ে দ্বন্দে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরুল ইসলাম মিষ্টারের মৃত্যু হয়।
এর আগে, শুক্রবার উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পাটিকাপাড়ায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়।

জানা যায়, হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ওই এলাকার কেরামত আলীর দুই ছেলে জহুরুল ও জাকিরুল ইসলাম মিস্টার এর মাঝে দুই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

শুক্রবার সকালে ওই জমিতে জাকিরুল ইসলাম মিষ্টার কাজ করতে গেলে তার বড় ভাই জহুরুল ইসলাম বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই ও তার ছেলে মুকুল রব্বানী এবং স্ত্রী মহিমা বেগমসহ মিস্টারের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিস্টারের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম বলেন, ‌নিহত মিস্টারের শাশুড়ি জরিনা বেগম (৪৫) বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে। আমরা গ্রেফতারে অভিযান চালাচ্ছি।