১০ টাকা কেজির সরকারি চাল উদ্ধার, ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামে ১০ টাকা কেজির সরকারি চাল কালোবাজারে বিক্রির সময় এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার শাখাহার ইউনিয়নে ১০ টাকা কেজির চাল রাজস গ্রামের ওয়াহাব সরকারের ছেলে সাইফুলের বাড়ী থেকে ক্রয় করে ভ্যান যোগে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানার দুদার গ্রামের কছিম উদ্দিনের ছেলেকে ৯ বস্তা চাল আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানায়, ১০ টাকা কেজির ৯ বস্তা চাল কালো বাজারে পাচারকালে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। শফিকুল উদ্দিনের নামে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।