কর্ণফুলীতে ৩০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার, তৈরি হচ্ছে শিশু পার্ক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে প্রভাবশালীদের দখলে থাকা সাড়ে ৪ একরের খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত জমিতে শিশুদের চিত্তবিনোদনের জন্য পার্ক ও সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এর সভাপতিত্বে পার্কের কার্যক্রমটি উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী। প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে দীর্ঘদিন যাবত প্রায় সাড়ে ৪ একর সরকারি জমি বেদখল ছিলো। স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ ধীরে ধীরে জমিটি দখলে নিয়েছিলেন। জেলা প্রশাসকের নির্দেশে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী কিছুদিন আগে জমিটি দখলমুক্ত করেন। পরে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে সেখানে শিশুদের জন্য পার্ক গড়ে তোলার উদ্যোগ নেন। যা চলমান প্রক্রিয়া। এই পার্কটি গড়ে তোলতে ইউনিয়ন পরিষদের অর্থায়নে সেখানে শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম বসানো হয়েছে। এতে ৩টি প্যাডেলিং বোট ও ০১ টি কায়াকিং নৌকা বসানো হয়েছে। আরো আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম, প্রকল্প কর্মকর্তা তাসলিমা আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরসহ প্রমূখ। ইউএনও মো. মামুনুর রশীদ চৌধুরী বলেন, কর্ণফুলী উপজেলায় শিশুদের বিনোদন কেন্দ্রের অভাব রয়েছে। চরলক্ষ্যার এই জায়গায় পার্ক নির্মাণ করায় শিশুরা আনন্দ উপভোগ করতে পারবেন বলে আমি মনেকরি । চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান তালুকদার বলেন, আপাতত কিছু খেলার সামগ্রী বসানো হয়েছে। এখানে আরও খেলার সামগ্রী আনা হবে। শিশুপার্ক নির্মাণে এখনো পর্যন্ত ৭ লাখ টাকার কেনাকাটা করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, উদ্ধারকৃত খাস জমির বর্তমান বাজার মূল্য ছিলো প্রায় ৩০ কোটি টাকা। Share this:FacebookX Related posts: কুমিল্লা থেকে ৩৮২ পিস গ্যাস সিলিন্ডারসহ চুরি যাওয়া ট্রাক গৌরীপুরে উদ্ধার কর্ণফুলীতে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২ স্বর্ণদ্বীপে শতাধিক বকের ছানা অবমুক্ত খাগড়াছড়ি সীমান্তে বস্তাভর্তি ১৪০ কচ্ছপ উদ্ধার মিরসরাইয়ে নিখোঁজ যুবতির লাশ উদ্ধার কুমিল্লা ডিবি পুলিশ অভিযান প্রাইভেটকার গাঁজা উদ্ধার আটক ২ বিজয়নগরে গাঁজা, স্কাফ ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক খাগড়াছড়িতে বিজিবি – গ্রামবাসী সংঘর্ষে পিতা-পুত্রসহ নিহত-৪ আখাউড়ায় ৫০৯ বোতল ভারতীয় স্কফসহ দুই শীর্ষ মাদক কারবারি আটক হাতিয়ায় ঝড়ে শতাধিক ঘরবাড়ী বিদ্ধস্ত, বজ্রপাতে আহত ৪ কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের মেয়ের বিয়ের ব্যবস্থা করলেন এসপি চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ৩০ কোটি টাকা মূল্যেরউদ্ধারকর্ণফুলীতেখাস জমিতৈরি হচ্ছে শিশু পার্ক