হাকালুকির বুকে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩ অনলাইন ডেস্ক : এশিয়া মহাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমান হাওরের নৈসর্গিক সৌন্দর্য দেখতে। স্থানীয়দের পাশাপাশি দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের কাছে হাকালুকি হাওর সবচেয়ে আকর্ষণীয় স্থান। অপরূপ রূপে আকৃষ্ট হাকালুকি হাওর পর্যটনের পাশাপাশি দেশের খাদ্য যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে প্রতি বছরই ধান, ভুট্টা, সূর্যমুখী, সরিষা, বাদাম ভালো ফলন হলেও এ বছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। মিষ্টি কুমড়া চাষ করে ভালো দাম পেয়ে লাভবান হওয়ায় খুশি প্রান্তিক কৃষকরা। সরেজমিনে হাকালুকি হাওরে গিয়ে দেখা যায়, হাওরের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে আছে বড় বড় মিষ্টি কুমড়া। অধিকাংশ কুমড়া পেকে হলুদ রং ধরেছে। কৃষকরা কুমড়া তুলছেন। মিষ্টি কুমড়া তুলতে কৃষকদেরকে কৃষি শ্রমিকসহ পরিবারের সদস্যরা সহযোগিতা করছে। কৃষকদের সঙ্গে থাকা পরিবারের ছোট সদস্য শিশুরা বেশি ওজনের কুমড়া তুলে আনতে পারছে না, তবু আনন্দের সঙ্গে জড়িয়ে ধরে টেনে টুনে স্তূপে এনে রাখছে। কৃষকরা ক্ষেতের পাশের রাস্তায় দাঁড় করানো রিকশা, ভ্যানে ও নৌকায় এনে কুমড়া রাখছেন। সেই কুমড়া নিয়ে যাবেন বাজারে। বড় কুমড়াগুলোর ওজন ২০ থেকে ২৫ কেজির মতো হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার হাকালুকি হাওরে এবার ৯৪ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। চাষিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাঠপর্যায়ে প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মিষ্টি কুমড়ার ফলন ভালো হয়েছে। হাকালুকি হাওরের কুমড়া চাষি মো. কালা মিয়া জানান, এ বছর হাওরে অন্যান্য বছরের তুলনায় আবহাওয়া অনুকূলে থাকায় মিষ্টি কুমড়ার ফলন ভালো হয়েছে। বীজ ছাড়া কুমড়া চাষে তার কোনো বাড়তি খরচ হয়নি। ভালো লাভ পেয়ে খুশি লাগছে। কৃষকরা জানান, কম খরচে বেশি লাভ হওয়ায় তারা মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন। নির্দিষ্ট সময়ে বাজারজাত করে লাভবান হওয়ায় সত্যিই ভালো লাগছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বাজারে মিষ্টি কুমড়ার বিক্রি প্রায় শেষ। প্রতিদিন হাওরে এসে পাইকারি ব্যবসায়ীরা মিষ্টি কুমড়া ক্রয় করে। এসব কুমড়া দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মনোয়ার হোসেন জানান, উপজেলায় এবার ৯৪ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। এ বছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে চাষিরা অনেক খুশী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাঠপর্যায়ে চাষিদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর হাওরে সব ধরনের ফসল ভালো হয়েছে। Share this:FacebookX Related posts: ইউএনও’র আহ্বানে কাস্তে হাতে ধান কাটতে ১৫০০ লোক হাওরে সুনামগঞ্জে ইউএনও’র আহবানে কাস্তে হাতে ধান কাটতে ১৫’শ লোক হাওরে ! সাতক্ষীরায় কাঁঠালের বাম্পার ফলন আঙ্গুর চাষে সফল শ্রীমঙ্গলের খাসিয়া যুবক পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন, আগাম বর্ষায় লোকসানের আশংকা ‘ব্রকলি’ চাষ বাড়ছে শ্রীমঙ্গলে নতুন প্রজাতির তরমুজের বাম্পার ফলন আমতলীতে ধানের দাম ভালো থাকায় দ্বিগুণ লাভবান হবে কৃষকরা, বোরো ধানের বাম্পার ফলন ধর্মপাশায় তলিয়ে গেছে উচু জমির ২৩০ হেক্টর জমির ফসল ধর্মপাশা ও মধ্যনগর ধান ক্ষেতে ব্লাস্ট রোগের সংক্রমণে হতাশ কৃষক নওগাঁয় বোরো ধান কাটার মৌসুম শুরু ধর্মপাশায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ SHARES Matched Content কৃষি বিষয়: বাম্পার ফলনবুকেমিষ্টি কুমড়ারহাকালুকির