সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩ অনলাইন ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আবু মুসা ছোটন নামে এক সাবেক ছাত্রলীগ হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রুতিধর জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।এ সময় পলাশ মিয়া নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। । নিহত আবু মুসা ছোটন উপজেলার শ্রতিধর হাজির স্কুল এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ইফতারের পর শ্রুতিধর জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পলাশ মিয়াসহ কয়েকজন ছোটনের বাড়িতে যান। এ সময় জরুরি আলাপের কথা বলে তাকে স্কুল মাঠে ডেকে আনেন। একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে পলাশ মিয়াসহ কয়েকজন ছোটনকে মারধর শুরু করেন। পরে ছোটনের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পলাশ মিয়া ছোটনকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পেটে ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, `এ ঘটনায় পলাশ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কী কারণে ছোটনকে হত্যা করা তা তদন্ত শেষে বলা যাবে’। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন গাইবান্ধায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই পঞ্চগড়ে ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সহায়তা প্রদান উলিপুরে ট্রাক ড্রাইভারকে ১০ হাজার টাকা জরিমানা ফেনসিডিলসহ দুই নারী আটক কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২ পঞ্চগড়ে রাস্তায় চা পাতা ফেলে প্রতিবাদ ও মানববন্ধন দেশে আর হাওয়া ভবন তৈরি করতে দেয়া হবে না: আব্দুর রহমান বার কাউন্সিল নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঞ্চগড়ের সন্তান এড. রবি পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১৭ SHARES Matched Content দেশের খবর বিষয়: ছাত্রলীগনেতাকে কুপিয়ে হত্যাসাবেক