নিখোঁজের একদিন পর মাছের ঘেরে মিললো নারীর লাশ

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালে নিখোঁজের একদিন পর এক নারীর লাশ পাওয়া গেছে মাছের ঘেরে। সদর উপজেলার উত্তর কড়াপুর গ্রামের বৌসেরহাটের বাসিন্দা রুবি আক্তার (৪৫) সোমবার সন্ধ্যায় নিখোঁজ হন।

মঙ্গলবার সকালে তাঁর লাশটি স্থানীয় আজাদের মাছের ঘেরে দেখতে পায় লোকজন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সংশ্লিষ্ট বিমানবন্দর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ওই গ্রামের বৌসেরহাটের দোকানশ্রমিক বাবুল কারিগর জানান, তার স্ত্রী রুবি আক্তারকে সোমবার ইফতারির পর নিখোঁজ হয়। সারা রাত খোঁজা-খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন লাশটি মাছের ঘেরে দেখতে পায়।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) লোকমান হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে স্থানীয়রা হত্যাকাণ্ড দাবি করলেও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার আগে সঠিক কিছু বলা যাচ্ছে না।