শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, খুব শিগগিরই এ সঙ্কট কেটে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আবারও মাথা উঁচু করে দাঁড়াবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সুরক্ষার জন্য দিন-রাত কাজ করছেন। ইনশাআল্লাহ এ মহামারীতেও মানব সভ্যতার জয় হবে। আঁধার কেটে আলো আসবেই।

সোমবার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ৯ ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণের অর্থ বিতরণকালে এমপি শাওন এসব কথা বলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবলু হাসান রুমির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, শাহাজাহান মিয়া, গোলাম মোস্তফা প্রমুখ।।