শেষ ওয়ানডেতে মাঝারি সংগ্রহ বাংলাদেশের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩ অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঝারি মানের সংগ্রহ করেছে বাংলাদেশ দল। এ দিন শরুতেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। কিন্তু নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৪৮.৫ ওভার শেষে সব উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে টাইগাররা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন জোফরা আর্চার । দিনের শুরুতেই এ দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার লিটন দাস এবং তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। তামিম করেন ১১ রান। লিটন ফিরে যান কোনো রান ছাড়াই। তবে পরবর্তীতে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। তবে ৫৩ রানে থাকা অবস্থায় রান আউটে কাটা পড়ে বিদায় নেন শান্ত। এরপর অবশ্য ৭০ রানে থাকা অবস্থায় আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকও। রান পাননি মাহমুদউল্লাহ রিয়াদও, ফিরে যান বোল্ড আউট হয়ে ৮ রান করে। ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন, ফিরে যান ১৫ রান কনে। সাকিব আল হাসান তখনো অবিচল ব্যাট হাতে। সাকিব দ্রুত রান তোলার চেষ্টা করলেও ৭৫ রানে আর্চারের শিকার হয়ে বিদায় নেন। এরপর দ্রুত অলআউট হয় বাংলাদেশ দল। শেষ পর্যন্ত ২৪৬ রানে থামে টাইগারদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে আর্চার ছাড়াও স্যাম কারেন নেন ২ উইকেট। Share this:FacebookX Related posts: সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৯ টেস্টে মিরাজের প্রথম শতক, রানের পাহাড় বাংলাদেশের ২১৮ রানের লিড নিয়ে দিন শেষ হলো বাংলাদেশের মেয়ার্সের ডাবল সেঞ্চুরিতে লজ্জার হার বাংলাদেশের ১৭ রানে হার বাংলাদেশের ১৭ রানে হার বাংলাদেশের জয় দিয়ে হকি প্রতিযোগিতা শুরু বাংলাদেশের পাকিস্তান সফর দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ শিরোপার দৌঁড়ে পিছিয়ে পড়লো বার্সেলোনা টিকা নিলেন তামিম-সৌম্যরা রোনালদোর স্বপ্নভঙ্গ, মরক্কোর ইতিহাস ৩৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা SHARES Matched Content খেলাধুলা বিষয়: বাংলাদেশেরমাঝারি সংগ্রহশেষ ওয়ানডেতে