৩৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২ অনলাইন ডেস্ক : লিওনেল মেসির কাঁধে ছিল প্রত্যাশার পারদ। অসাধারণ ক্যারিয়ারের দুর্দান্ত সমাপ্তি, ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর সঙ্গে থেমে যাওয়া আর্জেন্টাইন কিংবদন্তিদের স্বপ্ন পূরণের ভার ছিল তার ওপর। জোড়া গোল করে নিজের কাজটা তিনি করেছেনও। কিন্তু রঙ জমা ম্যাচে কামব্যাকের গল্প লিখেছেন একজন তরুণ কিলিয়ান এমবাপ্পে। তার হ্যাটট্রিকে ১২০ মিনিটের ম্যাচ ৩-৩ গোলের সমতায় শেষ হয়। টাইব্রেকারের লড়াইয়ে ফ্রান্সকে ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা। ম্যাচের অধিকাংশ সময় নিয়ন্ত্রণ করে আর্জেন্টিনা। ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে প্রথম লিড এনে দেন লিওনেল মেসি। ফ্রান্স তাদের বক্সে ডি মারিয়াকে ফাউল করায় পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। এরপর ৩৬ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল করে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ফ্রান্সকে একপ্রকার ম্যাচ থেকে ছিটকে দেন ডি মারিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেও ধাক্কা খাওয়া ফ্রান্স সুবিধা করতে পারেনি। ম্যাচের ৮০ মিনিটে কাঙ্খিত ব্রেক থ্রু পায় লেস ব্লুজরা। কোলো মুয়ানিকে ফাউল করেন আকাশি-সাদার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে দেন ফ্রান্সম্যান কিলিয়ান এমবাপ্পে। এক মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন ২৩ বছরের তরুণ এমবাপ্পে। মার্কাস থুরামের পাস ধরে জোরের ওপর শটে জালে পাঠিয়ে দেন তিনি। Share this:FacebookX Related posts: মাহমুদউল্লাহদের পাশে থাকতে পাকিস্তানে যাবেন বিসিবি সভাপতি হাটহাজারীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল লীগের উদ্বোধন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তামিমের প্রশংসায় ভাসছে ওয়েস্ট ইন্ডিজ’ পিছিয়ে পড়েও শিরোপা জিতলেন নওমি শ্রীলংকায় যাবে না বাংলাদেশ: পাপন সাইফকে নিয়ে ফের দুঃসংবাদ আপাতত বাতিল টাইগারদের শ্রীলঙ্কা সফর ইংল্যান্ডের তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে ৫ ক্রিকেটার ডোমিঙ্গোসহ টাইগারদের তিন কোচ আসছেন শুক্রবার মেয়েদের অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ওসাকার ফরাসি বিপ্লবে শেষ ইংল্যান্ডের বিশ্বকাপ SHARES Matched Content খেলাধুলা বিষয়: ৩৬ বছর পরআবারও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা