টেস্টে মিরাজের প্রথম শতক, রানের পাহাড় বাংলাদেশের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১ সময় সংবাদ ডেস্কঃমেহেদী হাসান মিরাজের ক্যারিয়ার পরিসংখ্যানে একটি জায়গায় এত দিন ছিল ‘শূন্যে’র আধিপত্য। হ্যাঁ, এই শূন্যতা তিন অঙ্কের একটা ইনিংসেরই। ২৩তম টেস্ট খেলছেন, প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪১টি; ওয়ানডে ৪৪, লিস্ট ‘এ’ ৯৩টি। ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে খেলা হয়ে গেছে ৮৮টি ম্যাচ। কিন্তু সেঞ্চুরি একটিও করতে পারেননি। শতকের স্বাদ কেমন, সেটি এত দিন জানা ছিল না তাঁর। ক্যারিয়ারের প্রথম শতকটি করলেন এমন একটা মুহূর্তে, যখন সে ধরনের কিছুরই দরকার ছিল বাংলাদেশ দলের। একেবারে টেস্ট ক্রিকেটের মঞ্চে দাঁড়িয়েই প্রথম শতরানের গৌরব গায়ে মাখলেন তিনি। ২৩তম টেস্টে এসে নিজের সর্বোচ্চ সংগ্রহ দেখলেন তিনি। কিন্তু কে ভেবেছিল সেই ইনিংসটিই তিনি শতরানে রূপ দেবেন। বাংলাদেশের ক্রিকেটারদের ফিফটিকে বড় করা, কিংবা সেটিকে শতকে পরিণত করার প্রবণতা এতটাই কম, তাই মিরাজের সেঞ্চুরিটি তাই ছিল আনন্দময় একটা ব্যাপারই। তাঁর ১৬০ বলে ১০৩ রানের ইনিংসটি অবশ্য পুরোপুরি কলঙ্কমুক্ত নয়। ২৪ রানে জোমেল ওয়ারিক্যানের বলে প্রায় আউট হতে গিয়েছিলেন। কিন্তু সৌভাগ্য তাঁর সে যাত্রায় বেঁচে যান। সেই ওয়ারিক্যানের বলে সুইপ করেই নিজের প্রথম সেঞ্চুরিটি আদায় করে নিয়েছেন বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার। শেষ পর্যন্ত রাকিম কর্নওয়েলের বলে লং অনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ২০১৬ সালে এই চট্টগ্রামেই ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক তাঁর। প্রথম সিরিজেই উইকেটের বন্যা বইয়ে দিয়েছিলেন। তাঁর অফ স্পিনে দিশেহারা হয়ে পড়েছিল ইংলিশরা। যুবদলের অধিনায়কত্ব করেছেন। তখনই জানা ছিল অফ ব্রেকের পাশাপাশি ব্যাটিংয়ের সামর্থ্য তাঁর যথেষ্টই। কিন্তু জাতীয় দলের কেন যেন ব্যাটিংটা ফুল হয়ে ফোটেনি। তবে নিচের দিকে নেমে প্রয়োজনীয় রান সব সময়ই এসেছে তাঁর ব্যাট থেকে। আজ তিনি নিজের ব্যাটিং সামর্থ্যের কথা নতুন করে জানান দিলেন। তিনি নিজেও হয়তো বুঝলেন এত দিন নিজের এই সামর্থ্যকে অবহেলাই করেছেন মিরাজ। ২০১৮ সালের নভেম্বরের পর টেস্টে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন মিরাজ। এটাকেই রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। সর্বশেষ ফিফটিটি তাঁর এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। তাঁর টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটিটি ছিল অবশ্য হায়দরাবাদে, ভারতের বিপক্ষে, ২০১৭ সালে। গত ১২ ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল ৩৮। নিজেকে নতুন করে জানান দেওয়ার দিনে বাংলাদেশ সব কটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৪৩০। ব্যাট হাতে দায়িত্ব সেরেছেন। এখন নিজের বোলিং সামর্থ্যকে ব্যবহার করার পালা মিরাজের। Share this:FacebookX Related posts: রানের পাহাড় গড়েও হারলো পাকিস্তান মেয়ার্সের ডাবল সেঞ্চুরিতে লজ্জার হার বাংলাদেশের উড়ন্ত সূচনার পর ১৫৯ রানেই আটকা চট্টগ্রাম গেইল তাণ্ডবের পরও ১৬৪ রানে আটকা চট্টগ্রাম হাটহাজারীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল লীগের উদ্বোধন যুব বিশ্বকাপ : ক্রিকেটার পারভেজকে গণসংবর্ধনা পাহাড় কাটার দায়ে জরিমানা সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৯ ২১৮ রানের লিড নিয়ে দিন শেষ হলো বাংলাদেশের চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত নবীনগরে মহিলার গলিত লাশ উদ্ধার SHARES Matched Content খেলাধুলা বিষয়: টেস্টে মিরাজের প্রথম শতকপাহাড়বাংলাদেশেররানের