পাকিস্তান সফর দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০ স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফর দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় সংক্ষিপ্ত ভার্সন বিশ্বকাপের দল গঠনের বিষয়টি মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করছে টাইগাররা। বহু জল্পনা-কল্পনা শেষে আজ রাতে চার্টার্ড বিমানে করে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তারুণ্য নির্ভর দল নিয়ে পাকিস্তান সফরের জন্য টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই শুধুমাত্র পাকিস্তান সফর নিয়েই পরিকল্পনা নয়, বিশ্বকাপ নিয়েও চিন্তা-ভাবনাটা রয়েছে টাইগারদের। যে কারণে এ সফর দিয়ে দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষাও করছে বাংলাদেশ। পাকিস্তান সফরের দলে ওপেনার হিসেবে রয়েছেন বেশ কজন খেলোয়াড়। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ও সৌম্য সরকার। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর মতে, এ সফরে বিভিন্ন সময়ে তরুণদের সুযোগ দিতে প্রস্তুত তারা। সম্প্রতি তিনি বলেন, ‘এটি একটি তারুণ্য নির্ভও দল। এর মধ্য দিয়ে আমাদের প্রক্রিয়ার গভীরতা প্রকাশ পায়। আশা করছি এদের মধ্য থেকে কিছু খেলোয়াড় একটা প্রভাব ফেলতে পারবে যাতে তারা বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবে। তবে এটি এখও চূড়ান্ত হয়নি।’ তিনি আরো বলেন,‘ তারা কি করে সেটির উপর নির্ভর করছে (তরুনদের নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী)। কোন খেলোয়াড় যদি তার সেরাটা দিতে না পারে, তবে তাকে এগিয়ে নেয়াটা কঠিনই হবে। যদি কোন খেলোয়াড়ের বিকাশের সম্ভাবনা থাকে, তবে আমরা তাকে নিয়ে এগোবো। এই সিরিজের পর যতটা সম্ভব দল ছোট রাখতে হবে। আমি মনে করি, পরের সিরিজগুলোতে আমরা ১৬-১৭ জন খেলোয়াড়দের নিয়ে খেলতে পারি।’ যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ তথাপি তিনি দল নিয়ে পরীক্ষা-নিরীকষা করতে প্রস্তুত বলে জানান ডোমিঙ্গো তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করেছেন সৌম্য। তবে এই সিরিজে ৬ নম্বরে ব্যাট করতে পারেন তিনি। মাহমুদুল্লাহ ৫ নম্বরে, আফিফ ৩ বা ৪ নম্বরে খেলতে পারেন। শান্ত তার প্রস্তুতি ভালোভাবে শেষ করেছেন। সেরা খেলোয়াড়রা যেকোন পরিস্থিতিতে, যেকোন পজিশনে খেলতে পারেন। নিজেদের মেলে ধরার জন্য তরুণ খেলোয়াড়দের এটিই সেরা সুযোগ। আমি এটি নিয়ে উচ্ছসিত। লিটনের মতো খেলোয়াড়কে যদি দুই-একটি ম্যাচে চার নম্বরে ব্যাট করতে হয়, তবে ভালো। মিঠুন যদি তিন নম্বরে ব্যাট করতে হয়, তাও ঠিক আছে। যদি আফিফকে ছয় নম্বর থেকে ওপেনিং-এ যেতে হয়, তাকে এগুলো করতে শিখতে হবে।’ বর্তমান টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহকে ছোট ফরম্যাটে দীর্ঘ মেয়াদের জন্য দলপতি হিসেবে চান কোচ ডোমিঙ্গো। পাকিস্তান সফর নিয়ে ডোমিঙ্গোর সাথে সুর মিলিয়েছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা মনে হয়, তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমান করার জন্য প্রস্তুত। সাকিব-মুশফিক দলে নেই। অবশ্য কিছু খেলোয়াড়কে বাদ দেয়া হবে, তাই সর্বোচ্চ সুযোগটি ভালোভাবে কাজে লাগানো উচিত তাদের। সামনে থেকে নেতৃত্ব দিতে আমাকে ও তামিমকে বড় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি তরুণদেরও নিজেদের দক্ষতা দেখাতে এগিয়ে আসতে হবে। তারা যদি, তাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারে, তবে আমাদের ক্রিকেটের জন্যই ভালো হবে।’ Share this:FacebookX Related posts: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ মাহমুদউল্লাহদের পাশে থাকতে পাকিস্তানে যাবেন বিসিবি সভাপতি পাকিস্তানের লক্ষ্য ১৪২ রান যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ফুটবলের ভাগ্য নির্ধারণের ভোট আজ লিটন-শান্তর পরে তামিমকেও হারাল বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ টিকা চেয়েছে হাঙ্গেরি, ৫০০০ ডোজ দেবে বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী টেস্টে ফিরেই সাকিবের হাফ সেঞ্চুরি SHARES Matched Content খেলাধুলা বিষয়: পাকিস্তানবাংলাদেশবিশ্বকাপ মিশনসফর