বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২ অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বড় ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে ছোট ভাই নিহতের অভিযোগ পাওয়া গেছে।সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজারের পূর্ব দিকে চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল হক (৬০) ওই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক (৬০) ও ফজল হক (৬৫) দুই ভাই পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করেন। তিন দিন আগে ছোট ভাই আজিজুল হকের বাড়ি থেকে ৩৭ হাজার টাকা হারিয়ে যায়। বিষয়টি তিনি বড় ভাই ফজল হক অথবা তার দুই ছেলেরা টাকা নিয়েছে বলে দাবি করেন আজিজুল হক। সোমবার সকালের দিকে ছোট ভাই আজিজুল হক তার নিজের ধান ক্ষেতে কাজ করতে গেলে বড় ভাই ফজল হক, তার স্ত্রী, দুই ছেলে সোহেল (৩৫), রতন (২৪) এবং পুত্রবধূ জমিতেই তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই ছোট ভাই আজিজুল হক মারা যান। ঘটনার পর পরই অভিযুক্তের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া জানান, বিষয়টি পারিবারিক টাকা-পয়সা সংক্রান্ত বলে জানতে পেরেছি। সেটা নিয়ে সকালের দিকে আজিজুল হক ধান কাটা অবস্থায় তাকে মারধর করে বড় ভাইয়ের পরিবার। ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন বলে শুনেছি। পরে পুলিশ এসে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: বিরামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক পুনর্বাসনে গরু প্রদান পঞ্চগড়ে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ পঞ্চগড়ে করোনায় সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের মৃত্যু অ্যালকোহল পানে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু বাবা-মাকে বেঁধে রেখে স্কুলছাত্রী ধর্ষণ, পুলিশ সুপারের সংবাদ সম্মেলন দিনাজপুরে ইয়াবা ও গাজাসহ যুবক আটক স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও সহযোগীকে যাবজ্জীবন হিলিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ গাছের ডাল পড়ে বোরিং মিস্ত্রির মৃত্যু “টিকিট যার, ভ্রমণ তার”- রেলপথ মন্ত্রী সুজন পঞ্চগড়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ SHARES Matched Content দেশের খবর বিষয়: ছোট ভাই নিহতবড় ভাইয়েরলাঠির আঘাতে