ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক পুনর্বাসনে গরু প্রদান

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক পুনর্বাসনের জন্য গরু, ছাগল ও মালামালসহ দোকানঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বা প্রকল্পের আওতায় এ কর্মসূচি হাতে নেয়া হয়। প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের পুনর্বাসন সামগ্রী তুলে দেন ড. কে এম কামরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা সমাজ সেবা অফিসার শরিফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার রুহিয়া-১ ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া-২ ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র সেন, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে সদর উপজেলার ১২টি ইউনিয়নের মোট ২০জন ভিক্ষুককে পুর্নবাসনের লক্ষে ১৬ জনকে ১টি করে গরু, ২ জনকে ৪টি করে ছাগল এবং ২ জনকে মালামালসহ দোকানঘর প্রদান করা হয়।

উল্লেখ্য, সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে।