মধ্যনগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সাময়িক স্থগিত

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

চয়ন কান্তি দাস,ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।
গত বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম. এনামুল কবির ইমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মধ্যনগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সাময়িক স্থগিতের বিষয়টি সামনে আসে।

এ ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মধ্যনগর থানা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর থানা আওয়ামী লীগের কার্যালয় থেকে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্য দেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক সদস্য জহিরুল হক, আওয়ামী লীগ নেতা অমরেশ রায় চৌধুরী, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবুদ্দিন তালুকদার, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, ছাত্রলীগের সাবেক সভাপতি প্রদীপ সরকার, উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, মোস্তফা কামাল খোকন, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিঠু প্রমুখ।

গত মঙ্গলবার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি পত্রে বলা হয়, প্রাপ্ত অভিযোগ প্রাথমিক বিবেচনায় প্রতিয়মান হওয়ায় সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তবে এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, ‘বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে কিছু অভিযোগ থাকায় থানা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিছুদিনের স্থগিত করা হয়েছে। এ এমন কিছু নয়।’

এদিকে মধ্যনগর থানা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের আনন্দ মিছিলের বিষয়টিকে অসাংগঠনিক দাবি করে থানা আওয়ামী লীগের সধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন, ‘আমরা এখনো জেলা কমিটি থেকে এ সংক্রান্ত কোনো চিঠি পাইনি। যেহেতু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি সেহেতু আমরা জেলা কমিটির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম স্থগিত রেখেছি। কমিটি স্থগিত করার বিষয়টি বিভ্রান্তি ছাড়া কিছুই নয়।’