মধ্যনগরে নৌ-দূর্ঘটনা এড়ানোর লক্ষে ওসির সচেতনতা মূলক মাইকিং

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২

ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার নব ঘোষিত মধ্যনগর উপজেলা সদরে বিভিন্ন ধরনের যাত্রীবাহী নৌ পরিবহন ও টাংগুয়ার হাওর কেন্দ্রীক পর্যটক বাহী পরিবহনের দুর্ঘটনা এড়াতে সর্তকতা মূলক প্রচারনায় মাইকিং করেছেন মধ্যনগর থানার ওসি জাহিদুল হক।
১৬ ই জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা সদর বাজারের ঠাকুরাকোনা ট্রলার ঘাট,কলমাকান্দা ট্রলার ঘাট,পিপড়াকান্দা ট্যুরিস্ট ট্রলার ঘাটে এই সর্তকতামূলক মাইকিং করেন তিনি।

ওসি জাহিদুল হক জানান, যাত্রীবাহী ও পর্যটকবাহী নৌপরিবহনে অতিরিক্ত যাত্রী বোঝাই না করে,ঝড়ের সময় যাতে কোনো নৌপরিবহন ছেড়ে না যায়, নৌকায় যাতে বজ্রনিরোধক দন্ড ও লাইফ জ্যাকেট রাখা হয় এবং পর্যটকবাহী নৌপরিবহনে যাতে মাদকের ব্যবহার না হয় সেইজন্য মাইকিং করে সবাইকে সচেতন করে দেওয়া হয়েছে।