ভালুকায় পৃথক ঘটনায় নিহত ২

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত বাসচাপায় নাঈম (৩০) নামে এক বাইকচালক নিহত ও আরোহী সজিব (২৮) গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার সরকারি কলেজ গেইট ইউটার্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কাজল মিয়ার ছেলে বাইকচালক নাঈম ত্রিশালের বালিপাড়া থেকে বন্ধু সজিবকে সাথে নিয়ে শ্রীপুরে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌরসভার সরকারি কলেজ গেইট ইউটার্ণ এলাকায় অজ্ঞাত পিকআপভ্যান বাইকটিকে পিছন দিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নাঈম মারা যান এবং সজিব গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, ‘অজ্ঞাত একটি বাস পিছন থেকে বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নামে এক যুবক নিহত ও আরোহী সজিব গুরুতর আহত হন। আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

এদিকে ময়মনসিংহের ভালুকায় খিরু নদী থেকে অজ্ঞাত এক নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

সোমবার দুপুরে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাাঠালী এলাকার খিরু নদী থেকে ওই লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় লোকজন খিরু নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত নারীর লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশটির গায়ে ছিল প্রিন্টের ম্যাক্সি ও হালকা হলুদ রঙের সেলোয়ার।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, ‘অজ্ঞাত ওই নারীকে হয়তো ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে উজানের কোনো এক স্থান থেকে নদীতে ফেলে দেয়। পরে পানির স্রোতে নদীটির ওই স্থানে গিয়ে ভেসে উঠে।’