এবার সাইবার ট্রাইব্যুনালে ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাবেক এমপিকন্যার মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২ অনলাইন ডেস্ক : এবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে (ডিএসএ) ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন রাঙ্গামাটির সংরক্ষিত আসনের সাবেক এমপি ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার। ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করা হয়। সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী ১৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য ডেকেছেন। মামলায় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ফজলে এলাহী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক অনির্বান শাহরিয়ার, জাগো নিউজের রাঙ্গামাটি প্রতিনিধি সাইফুল হাসান, দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ, টিবিএসের খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম ও বণিক বার্তার রাঙ্গামাটি প্রতিনিধি প্রান্ত রনিকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার কারণে বাদীনী এবং তার মা (সাবেক এমপি ফিরোজা বেগম চিনু) সামাজিক ও রাজনৈতিকভাবে অপদস্ত হয়ে মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩, ২৫, ২৬, ২৯, ৩১, ৩৪, ৩৫ ও ৩৭ ধারার অভিযোগ আনা হয়েছে। এর আগে নিজ সম্পাদিত অনলাইন দৈনিক পাহাড় টোয়েন্টিফোর ডটকমে রাঙ্গামাটি জেলা প্রশাসনের ডিসি বাংলো পার্কে অবস্থিত ‘পাইরেটস্’ রেস্টুরেন্ট নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে মামলা করেন সাবেক এমপি ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার। ওই মামলায় ৭ জুন সন্ধ্যায় ফজলে এলাহীকে গ্রেপ্তার করে রাঙ্গামাটির কোতোয়ালী থানা পুলিশ। ৮ জুন রাঙ্গামাটির আদালতে অন্তর্বর্তীকালীন জামিন পান ফজলে এলাহী। এরপর ১৪ জুন চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত থেকে স্থায়ী জামিন পান তিনি। গ্রেপ্তারের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও জামিন দাবিতে সরব থাকার জের ধরেই এবার ফজলে এলাহীসহ আরও ৫ সাংবাদিকের নাম উল্লেখ করে মামলা করে এমপিকন্যা নাজনীন আনোয়ার। Share this:FacebookX Related posts: আগাম জামিন পেলেন প্রথম আলো’র সম্পাদক দুই সাংবাদিককে মারধর করা সেই এএসআই মামুন হোসন প্রত্যাহার সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করায় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার সাংবাদিক দীপু হাসান আর নেই করোনা আক্রান্ত সাংবাদিকের বাসায় তালা দিলেন এলাকাবাসী গোপালগঞ্জে সাংবাদিকদের মাঝে পিপিই মাক্স বিতরণ সাংবাদিক হত্যার ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন অবজারভারের লাবনী ইয়াসমিন সাংবাদিক পরিচয়ে চাদাঁবাজি, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ময়লার গাড়ির ধাক্কায় এবার পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৬ সাংবাদিকেরএবারবিরুদ্ধেসাইবার ট্রাইব্যুনালেসাবেক এমপিকন্যার মামলা