সেফটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২ অনলাইন ডেস্ক : দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় সেফটিক ট্যাংক পরিস্কার করতে নিচে নেমে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলা এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের বাকুপাড়ার তাহেরের ছেলে মাসুদ (৩৫), মৌলভীপাড়ার মহির আলীর ছেলে সাইদুল (৩৮) এবং চৌধুরী পাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে আলতাফ (৪৫)। স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, ওই গ্রামের আমেরিকা প্রবাসী মিলনের নির্মাণাধীন ভবনের কাজ চলছে। কয়েকদিন পূর্বে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ শেষ করা হয়। বুধবার সকালে মাসুদ ও সাইদুল সাটারিংয়ের মালামাল খুলতে নিচে নামেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রমিক আলতাফও নিচে নামেন। পরে তিনি ফিরে না আসায় স্থানীয়রা নিচে নেমে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ ও সাইদুলকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর অসুস্থ আলতাফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Share this:FacebookX Related posts: বিরামপুরে প্রেস ক্লাব সভাপতি শাহিন, সম্পাদক মশিহুর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে আরো সচেতন হতে হবে মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রি করায় ৩ দোকান বন্ধ করোনাকালেও থেমে নেই উন্নয়ন- এমপি শিবলী সাদিক পঞ্চগড়ে যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ ১ জন আটক কুড়িগ্রাম পৌরসভায় আ.লীগের প্রার্থী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর হিলিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত পঞ্চগড়ে উচ্চ বিদ্যালয় থেকে ১১টি ল্যাপটপ চুরি পঞ্চগড়ের বোদায় জিংক ধান বীজ ব্যবসায়ীদের কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: ৩ শ্রমিকের মৃত্যুনেমেসেফটিক ট্যাংকে