হালুয়াঘাটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

এম,এ মালেক,হালুয়াঘাট ঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১৫ আগষ্ট হালুয়াঘাট উপজেলায় নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন ।

উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যলয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যজ ধারন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।

হালুয়াঘাটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত


পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা, উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, আজাদ আবুল কালাম, মোর্রশেদ আনোয়ার খোকন, আলহাজ্ব এম এ সুরুজ মিয়া, সম্মানীত সদস্য কবিরুল ইসলাম বেগ, আওয়ামীলীগ নেতা মোঃ আওলাদ হোসেন, মোঃ বজলুর রহমান, অফিসার ইনর্চাজ শাহিনুজ্জামান খান প্রমুখ ।

হালুয়াঘাটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত


এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তরা বঙ্গবন্ধুর জীবনাদর্শের নানা দিক সর্ম্পকে আলোকপাত করেন ।