যশোরে নৈশপ্রহরীকে হত্যা করে ওয়ার্কশপে ডাকাতি

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

অনলাইন ডেস্ক : যশোরের ঝিকরগাছা পৌরসদরে শনিবার গভীর রাতে নৈশপ্রহরীকে হত্যাসহ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নিহত নৈশপ্রহরী ঝিকরগাছা ইউনিয়নের বেড়েলা গ্রামের মৃত তুরফান মোড়লের ছেলে আব্দুস সামাদ (৮০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর সদরের রাজাপট্টির ঝিকরগাছা অটো ইলেক্ট্রিকাল ওয়ার্কশপ ব্যাটারির দোকানে শনিবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতদল বাজারের নৈশ প্রহরী সামাদ সুকুমার, ইউসুফ ও কামালকে হাত-পা বেঁধে মুখে কসটেপ দিয়ে আটকে দোকানের পাশে ফেলে রাখে। এরপর ওই দোকান থেকে ২৫টা গাড়ির ব্যাটারি নিয়ে যায়।

দোকান মালিক খায়রুল ইসলাম বলেন, তার দোকানের ডাকাতি হওয়া ব্যাটারির মূল্য প্রায় ৪ লাখ টাকা। তার দোকান ছাড়াও মিজান ট্রেডার্সের ২ তলার ক্লপসিবলগেটের তালা, শাওন ফার্নিচার দোকানের তালা এবং সানভিকা এন্টারপ্রাইজ ব্যাটারির দোকানের তালা কেটেছে ডাকাতদল। তবে মালামাল নিয়েছে কি না জানা যায়নি।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানিয়েছেন, খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে কয়েকজন নৈশপ্রহরীকে বেঁধে রাখা হয়েছিল। এরমধ্যে আব্দুস সামাদকে (৮০) অচেতন অবস্থায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সামা সানজিদা তাকে মৃত ঘোষণা করেন।