যশোরে নৈশপ্রহরীকে হত্যা করে ওয়ার্কশপে ডাকাতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২ অনলাইন ডেস্ক : যশোরের ঝিকরগাছা পৌরসদরে শনিবার গভীর রাতে নৈশপ্রহরীকে হত্যাসহ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নিহত নৈশপ্রহরী ঝিকরগাছা ইউনিয়নের বেড়েলা গ্রামের মৃত তুরফান মোড়লের ছেলে আব্দুস সামাদ (৮০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর সদরের রাজাপট্টির ঝিকরগাছা অটো ইলেক্ট্রিকাল ওয়ার্কশপ ব্যাটারির দোকানে শনিবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতদল বাজারের নৈশ প্রহরী সামাদ সুকুমার, ইউসুফ ও কামালকে হাত-পা বেঁধে মুখে কসটেপ দিয়ে আটকে দোকানের পাশে ফেলে রাখে। এরপর ওই দোকান থেকে ২৫টা গাড়ির ব্যাটারি নিয়ে যায়। দোকান মালিক খায়রুল ইসলাম বলেন, তার দোকানের ডাকাতি হওয়া ব্যাটারির মূল্য প্রায় ৪ লাখ টাকা। তার দোকান ছাড়াও মিজান ট্রেডার্সের ২ তলার ক্লপসিবলগেটের তালা, শাওন ফার্নিচার দোকানের তালা এবং সানভিকা এন্টারপ্রাইজ ব্যাটারির দোকানের তালা কেটেছে ডাকাতদল। তবে মালামাল নিয়েছে কি না জানা যায়নি। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানিয়েছেন, খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে কয়েকজন নৈশপ্রহরীকে বেঁধে রাখা হয়েছিল। এরমধ্যে আব্দুস সামাদকে (৮০) অচেতন অবস্থায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সামা সানজিদা তাকে মৃত ঘোষণা করেন। Share this:FacebookX Related posts: যশোরে আইসোলেশনে পুলিশ সদস্য যশোরে প্রথমবারের মত করোনা রোগী সনাক্ত যশোরে কর্মরত স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত যশোরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ যশোরে বিধবা নারীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ যশোরে নবনির্বাচিত মেম্বারকে গুলি করে হত্যা শ্রীফলতলা ইউনিয়ন পরিষদকে ডিজিটালাইজড প্রতিষ্ঠানে উন্নীতকরণের উদ্বোধন চিতলমারীতে পাগলী মায়ের সন্তান প্রসব, বাবার খোজ মেলেনি কোটচাঁদপুর পৌর মেয়রের কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল বেনাপোলে অসহায়দের খাদ্য বিতরণ করলেন ঢাকাস্থ বেনাপোল সমিতি কালীগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন আটক কালীগঞ্জে জেলা আওয়ামী-লীগের সিনিয়র সহ-সভাপতির মতবিনিময় SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ওয়ার্কশপে ডাকাতিনৈশপ্রহরীকেযশোরেহত্যা করে