হালুয়াঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুযাঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে কবুতর ও বেলুন উড়িয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং।
দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম
এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌরমেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম-সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সহকারী কমিশনার(ভূমি)তানভীর আহাম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।