হালুয়াঘাটে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুরে বরশি দিয়ে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে আঃ রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ধারা ইউনিয়নের রুস্তুমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঃ রশিদ একই গ্রামের মৃত নূর মামুদের পুত্র।

স্থানীয় ও থানা পুলিশ জানায়, বিকেলে আঃ রশিদ বরশিতে মাছ শিকারে যান। সন্ধ্যার দিকে বাড়ি না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে হঠাৎ ওই পুকুরে মাছ রাখার বালতি ভেঁসে আছে দেখতে পায়, পরে পুকুরে জাল ফেলে ডুবন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। নিহত আঃ রশিদ অনেকদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন বলে জানায় স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হালুয়াঘাট থানা পুলিশ।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এ প্রতিবেদককে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন পাওয়ার পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অত্র থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন বলে জানান।