ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২২

অনলাইন ডেস্ক : ময়মনসিংহ জেলার নান্দাইলে ভিমরুলের কামড়ে সাওদা নামে ১৫ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।
রবিবার বিকালের দিকে এই ঘটনা ঘটে। নিহত সাওদা উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির তাঁরা পাশা গ্রামের খালেদ ভূইয়ার মেয়ে।

নিহতের চাচা লাল মিয়া ভূইয়া জানান, বাড়িতে একটি নতুন ঘর তৈরি কাজ চলছে। বিকালের দিকে আমার বৃদ্ধ মা ঘরের পিছনে হাঁটতে যায়। ওনার সাথে সাথে যায় তার চার নাতি।

সেখানে যাওয়ার সাথে সাথেই কোথায় থেকে যেন ভিমরুল বের হয়ে আমার মা পঞ্চননেচ্চা, সাওদার বড় বোন সাইমা, ভাতিজি মীম, মিলিসহ সবাইকে ভিমরুল হুল ফোটাতে থাকে। তাদের চিৎকারে বাড়ির লোকজনসহ আশপাশের মানুষজন এসে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

লাল মিয়া আরও জানান, বাড়ির পিছনে যে ভিমরুলের বাসা আছে সেটা আমরা কখনও দেখিনি। হঠাৎ করে কোথায় থেকে এল বুঝতে পারছি না দিনের বেলা খুঁজে বের করবো।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, সাওদা নামে শিশুটির শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় তাকে আমরা কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছিলাম। অভিভাবকগণ বিষয়টি গুরুত্ব না দিয়ে আমাদের এখানে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর আবারও নিয়ে আসে তখন আমরা দ্রুত কিশোরগঞ্জ নিয়ে যেতে বলি। কিশোরগঞ্জ নেওয়ার প্রস্তুতিকালেই শিশুটি মারা যায়। অন্যানদের অবস্থা তেমন জটিল হওয়ায় তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।