হালুয়াঘাটে নারী সোর্স পরিচয়ে অপকর্ম: প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

এম.এ খালেক হালুয়াঘাটঃ নিজেকে কখনো পুলিশ, ডিবি, র‌্যাবের নারী সোর্স, আবার কখনো সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অপরাদ তালাশ টিমের পরিচয় দিয়ে চাঁদাবাজী, অসহায় মানুষকে হয়রানী, অসামাজিক কর্মকান্ড এবং ডিসি এসপির নাম ভাঙ্গিয়ে মামলার হুমকি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ময়মনসিংহের হালুয়াঘাটে সুজিয়া আক্তার সুমী নামের এই নারী।

তার এমন কর্মকান্ডে অতিষ্ট হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোয়ারী কান্দায় ও বাহিরশিমুল বাজারে পৃথক দুইটি স্থানে মানববন্ধন করেন স্থানীয়রা। মানব বন্ধনে অংশ গ্রহন করেন আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল, সোয়ারিকান্দা, দড়িপাড়া, চার আনীপাড়া, বিষমপুর, চকের কান্দা ও আমতৈল গ্রামবাসী।


তাদের অভিযোগ সুজিয়া আক্তার সুমি নেতৃত্বে উজ্জল সহ কয়েকজন মিলে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স ও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন, মেজবুল হাসান তালুকদার, সেলিম, রকিবুল ইসলাম, মোনায়েম সহ আরো অনেকেই।