ভুয়া দাঁতের চিকিৎসক আটক

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২২

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়া থেকে এক ভুয়া দাঁতের চিকিৎসককে আটক করেছে ১৫ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

গত শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার পালংখালী বাজারস্থ হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় মম’স ডেন্টাল কেয়ার থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত হুমায়ন কবির (২৪) হলদিয়াপালং ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়বিল গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রকৃত চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিলেন হুমায়ুন কবির। এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার চেম্বার থেকে একটি স্টেথোস্কোপ, একটি ব্লাড প্রেসার মাপার সেট, ৫০টি প্রেসক্রিপশন প্যাড, ১৫০টি ভিজিটিং কার্ড, ৫৫টি রিমার ফাইল, চারটি ফোরসেফ, একটি নিডল হোল্ডার, একটি কিট বক্স, একটি এলেভেটর ও তিনটি টুথ মডেল জব্দ করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।