গৌরীপুর পৌরসভার প্রায় ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : নতুন কোন করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২১-২২ অর্থবছরে ৫৪ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৭৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। উক্ত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা এবং উদ্বৃত্তের পরিমাণ ৩৬ লাখ ৫০ হাজার ২৪৮ টাকা। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, পৌর শহরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন। এলক্ষে পৌরবাসীর সার্বিক সহযোগিতার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন পৌরসভার প্রধান প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস। এতে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার দিলু, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আব্দুর রউফ মোস্তাকিম, প্রকৌশলী আরিফুল ভুইয়্যা এনাম, দেলোয়ার হোসেন বাচ্চু, নূর ইসলাম, জিয়াউর রহমান জিয়া, মোঃ এমরান মুন্সী, নারী কাউন্সিলর সালেহা আক্তার প্রমুখ। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, মোঃ রইছ উদ্দিন, প্রেসক্লাবের অর্থ সচিব শামীম খান, সাংবাদিক আরিফ আহমেদ, ওবায়দুর রহমান,শাহজাহান কবির প্রমুখ। Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভা সাড়ে ৫৪ কোটির টাকার বাজেট ঘোষণা গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের আগাম জামিন গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম’র মতবিনিময় গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন গৌরীপুর প্রাক্তন ছাত্রদের করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা গৌরীপুর সহনাটী ইউনিয়নে এমপি’র ঈদ উপহার পেলো ১শ পরিবার গৌরীপুর রোগ প্রতিরোধে আয়রন-জিংক সমৃদ্ধ উদ্ভাবিত নতুন ধানচাষ! গৌরীপুর পৌর কৃষক দলের সম্মেলন মিন্টু সভাপতি -শাহী মুন্সি সম্পাদক গৌরীপুর গণপাঠাগার পেলো সরকারি নিবন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরপৌরসভারপ্রায় ৫৫ কোটি টাকারবাজেট ঘোষণা