আত্রাইয়ে ১৫আগষ্ট উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শোকের মাস আগষ্ট যথাযথভাবে পালন ও জুলাই মাসের আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩১ জুলাই উপজেলা পরিষদ হলরুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা হয়। এতে সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি, আইসিটি অফিসার সানজির আহম্মেদ শিশির, এসআই হাইদার আলী, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, এস এম মামুনুর রশিদ, খবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহসভাপতি রুহুল আমীন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি উত্তাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান বুলু, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা আইনশৃঙাখলা পরিস্থিতি ভালো থাকায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে ধন্যবাদ জানান। একইসাথে শোকের মাস আগষ্ট যথাযথভাবে পালনে সকলকে আহবান জানানো হয়।