বরিশালের সাবেক মেয়র আহসান হাবিব আর নেই

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

অনলাইন ডেস্ক : বরিশাল সিটি কর্পোরেশনের (বসিক) সাবেক মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস বিষয়ক সম্পাদক, বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল আর নেই (ইন্না…রাজিউন)।

শনিবার রাত ১১টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬8 বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জাহিদুল কবির জানান, আহসান হাবিব কামাল দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। গত শুক্রবার কিছুটা সুস্থ বোধ করায় তিনি বনানীর বাসায় চলে যান। সেখানেই তার মৃত্যু হয়। রাতেই তার মরদেহ বরিশাল নগরীর কালু শাহ সড়কের নিজ বাসভবনে নেয়া হয়।

আহসান হাবিব কামাল দীর্ঘদিন বরিশাল পৌরসভার কমিশনার, চেয়ারম্যান, ভারপ্রাপ্ত মেয়র ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষে ২০১৩ সালে তিনি আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেন হিরনকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

তার মৃত্যুতে বরিশাল জেলা মহানগর বিএনপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।